HTTPS- চালু করার পর Google Adsense বিজ্ঞাপন না দেখানো ত্রুটি কিভাবে ঠিক করা যায়
হ্যালো ট্রিকজাদু ব্লগার, সম্প্রতি অনেকেরই অভিযোগ এসেছে যারা এডসেন্স বিজ্ঞাপন ব্যবহার করে তারা হঠাৎ করে বিজ্ঞাপন দেখায় না যখন তাদের ব্লগ সাইট HTTPS -এ চালু করা হয়।
যাই হোক, আজকে আমি আপনাদের সাথে সেই সমস্যার সমাধান নিয়ে এসেছি
আপনি শুধু আমার স্টেপ গুলো ফলো করুন তাহলে হবে চলুন শু রু করি।
একটি সমস্যা ঠিক করতে যা কখনও কখনও আপনার ব্লগে কাজ করে না যখন নতুন পোস্ট প্রকাশিত হয়, আপনাকে নিম্নলিখিত কাজ করতে হবে
1. ব্লগার Theme HTML মেনুতে নিম্নলিখিত স্ক্রিপ্ট খুজতে আপনার কিবোর্ড এর CTRL + F ব্যবহার করুন।
<script async src = "// pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"> </script>
এই কোড গুলো সব মুছে ফেলুন, তারপর,
2. </body> ট্যাগের আগে নিচের দেয়া কোডটি কপি করে পোস্ট করুন।
<script type = 'text / javascript'> // <! [CDATA [(function () {var ad = document.createElement ('script'); ad.type = 'text / javascript'; ad.async = true; ad.src = 'https://pagead2.googlesyndication.com /pagead/js/adsbygoogle.js'; var sc = document.getElementsByTagName ('script') [0]; sc.parentNode.insertBefore (iklan, sc);}) (); //]]> </script>
Note:: যদি আপনি এখনও আপনার পুরনো Robots.txt ব্যবহার করে থাকেন।তাহলে txt ফাইল, নিম্নলিখিত কোডটি সেখানে ব্যবহার করুন।
User-agent: * Disallow: / search Sitemap: https://trickjadu.blogspot.com/sitemap.xml
এইভাবে HTTPS -চালু করার সময় গুগল এডসেন্স না দেখানো ত্রুটি কিভাবে সংশোধন করা যায় সে বিষয়ে আমার কাছ থেকে যে প্রবন্ধটি তৈরি করা হয়েছে, আশা করি উপরের পোস্টটি আপনার ব্লগার এর জন্য উপকারী। ধন্যবাদ এবং শুভকামনা
Rate This Article
Thanks for reading: HTTPS-চালু করার পর Google Adsense বিজ্ঞাপন না দেখানো ত্রুটি কিভাবে ঠিক করা যায়, Sorry, my English is bad:)
